আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা মরহুম আমজু মিয়া পুত্র মো.আবদুল গণি (৯২) গত বুধবার রাতে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী,৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে যান। সাংবাদিক রফিকুল ইসলামের পিতা মো.আবদুল গণির মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম,সাধারন সম্পাদক হুমায়ুন কবির সুমন গভীর শোক প্রকাশ করেন।