সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ নিবাসী এবং সমাজ উন্নয়ন সংস্থা ইপসার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রোগ্রাম অফিসার মো. আনিছুল হক (৫৭) গতকাল বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ….রাজিউন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল রাতে হাসান গোমস্তা মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে ইউএনও কে এম রফিকুল ইসলাম, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সীতাকুণ্ড সমাজ কল্যান ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ কুমার চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাব, ভ্রাতৃ সংঘ, বর্ণালী ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন।