মোহিনী সংগীতা সিংহের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

আবৃত্তিশিল্পী মোহিনী সংগীতা সিংহের প্রথম কাব্যগ্রন্থ ‘এক রক্তি আলোক’এর প্রকাশনা অনুষ্ঠান খড়িমাটির আয়োজনে গত ৯ জুলাই নগরীর থিয়েটার ইন্সটিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবি ও অনুবাদক অধ্যাপক মুজিব রাহমান, খড়িমাটির স্বত্বাধিকারী কবি মনিরুল মনির।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ‘এক রক্তি আলোক’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাট্যনির্দেশক মোস্তফা কামাল যাত্রা, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল হালিম দোভাষ, অ্যাডভোকেট সুভাষ বরণ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন, শিমুল নন্দী, সুচন্দা ঘোষ চৌধুরী, প্রণব চৌধুরী, রীমা দাশ, তৈয়বা জহির আরশি, সেঁজুতি দে, শামীমা ইয়াসমিন মুন্নী, অসীম দাশ, হোসনে আরা তারিন, ইকবাল হোসেন জুয়েল, সন্দীপন সেন একা, পৃথুলা চৌধুরী, প্রজ্ঞা পারমিতা, হোসনে আরা নাজু। সঞ্চালনায় ছিলেন সুতপা মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ক্লাস শুরু ১৫ জুলাই
পরবর্তী নিবন্ধচবিতে তরুণ লেখক সম্মেলন