মোহাম্মাদীয়া তা’লীমুল কোরআন দাখিল মাদ্রাসার ২২তম বার্ষিক সভা

সাতকানিয়া- চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কালিয়াইশের মোহাম্মাদীয়া তা’লীমুল কোরআন দাখিল মাদ্রাসার ২২তম বার্ষিক সভা গত শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি চর্ম রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মনছুরুল আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন জনি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখার সভাপতি আবুল বশর সিদ্দিকি। উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল সওদাগর, মোহাম্মদ ইন্না আমিন, অনুষ্ঠানে প্রতিষ্ঠানের হেফজ বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী দস্তারবন্দী সম্পন্ন করে পবিত্র কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি লাভ করে। এছাড়াও প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে মাইঙ্গ্যাপাড়া টাইগার ক্লাব ও প্রত্যয় একতা সংঘ।

পূর্ববর্তী নিবন্ধনবী প্রেমের শিক্ষা দিয়ে সুন্নীয়তকে জিন্দা করে গেছেন ইমাম শেরে বাংলা
পরবর্তী নিবন্ধবারিক মিয়া স্কুলের ৮০ বছর পূর্তি ও এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী