মোহাম্মদ মোহন মিয়া স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হলেন মোহাম্মদ মোহন মিয়া। বর্তমানে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মোহন মিয়া ২০২০ সালে ব্যাংকটির ইসলামি ব্যাংকিং কনভার্শন প্রজেক্টের প্রধান হিসেবে নিযুক্ত হন এবং তাঁরই নেতৃত্বে ২০২১ সালের ১ জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংক পূর্ণাঙ্গ শরি‘আহ্‌ ভিত্তিক ইসলামি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ইতোপূর্বে তিনি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট বিনিয়োগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই ব্যাংকে শাখা ও জোন প্রধান, ব্যবসায় উন্নয়ন প্রধান এবং চিফ রিস্ক অফিসারসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসে যাওয়ার ১০ দিনের মাথায় মৃত্যু আরও ১০ দিন পর কাথরিয়ায় নিজ ঘরে ফিরলো মরদেহ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা