মোহাম্মদ মিয়া

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

দুলহায়ে হযরত ছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ রাহে ভাণ্ডারীর বিশিষ্ট মুরিদান হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরী হাটস্থ ফকির টিলার নিবাসী শাহ মোহাম্মদ মিয়া রোববার (১০ জানুয়ারি) বিকেল ৩টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৭ মেয়ে, ১ ছেলে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ এশা স্থানীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ) গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোজাফফর আহমদ চৌধুরী
পরবর্তী নিবন্ধচলে গেলেন জেলার কৃতী ফুটবলার ফখরুল ইসলাম টিটু