মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

নগরীর নাসিরাবাদ শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, পূর্ব নাসিরাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ইসলাম সেক্রেটারি আর নেই। গত মঙ্গলবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আছর নাসিরাবাদ শাহী জামে মসজিদে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমথুরা মোহন দেবনাথ
পরবর্তী নিবন্ধকাল মতিউর রহমান শাহ’র ওরশের প্রস্তুতি সভা