নগরীর বায়েজিদ মোহাম্মদ নগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে জহিরুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। জহিরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সে পরিবারের সাথে ওই বাসায় থাকতো। তার মা-বাবা দুজনই পোশাক শ্রমিক।
বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার আজাদীকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুপুর ১টা ১০ মিনিট নাগাদ দরোজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।