২৪নং উত্তর আগ্রাবাদ দক্ষিণ রংগীপাড়া নিবাসী মরহুম আবদুস ছাত্তারের ৩য় পুত্র মোহাম্মদ এয়াকুব আলী গত শনিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়–স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজার নামাজ মোহাম্মদ মিয়া সওদাগরের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান সাঈদ আল নোমান তূর্য্য, হালিশহর থানা ও ২৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, রংগীপাড়া সমাজ পরিচালনা কমিটি গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












