৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল হাসানের বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম (৭১) গতকাল শনিবার দুপুরে নজির আহমদ চৌধুরী রোডস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল বাদ মাগরিব কদম মোবারক শাহী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সাবেক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদসহ নগরীর সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।