রাউজান উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আজম ছোটনের পিতা মোহাম্মদ ইদ্রিস (৭৫) গতকাল সকাল ১০.৩০টায় নগরীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মোহাম্মদ ইদ্রিসের নামাজে জানাজা আজ মঙ্গলবার দুপুর ২টায় নোয়াপাড়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল প্রমুখ মোহাম্মদ ইদ্রিসের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











