মোহাম্মদ আলী

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চাঁন মিয়া সারাং বাড়ি নিবাসী ফতেপুর মেহের নেগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী (৫৯) গত সোমবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ….রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ভাই বোন,আত্মীয় স্বজন ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন।

গতকাল মঙ্গলবার ১১ টায় মরহুমের কর্মস্থল ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা এবং বাদে জোহর নিজ গ্রাম উত্তর মাদার্শা ইউনিয়নের ছৈয়দ আহমদহাটস্থ মোহাম্মদীয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) হাটহাজারী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ঝোপে মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ
পরবর্তী নিবন্ধফরিদ উদ্দিন আহমেদ