মোহাম্মদ আবুল কাশেম (১৯৩০–১৯৯৫)। শিক্ষাবিদ। তিনি ছিলেন চট্টগ্রামের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। বরেণ্য শিক্ষাবিদ মোহাম্মদ আবুল কাশেমের আজ ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৩০ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলাধীন বোয়ালখালী উপজেলার আহলা সাধার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ইংরেজি শাস্ত্রে এম এ পাশ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি ১৯৪৭ সালে বোয়ালখালী পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। মোহাম্মদ আবুল কাশেম ছাত্রজীবন থেকেই ছিলেন মেধাবী ও আদর্শবাদী। তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করে শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। একজন শিক্ষক হিসেবে তাঁর সবচেয়ে বড় সম্পদ হলো সময়ানুবর্তিতা, নৈতিকতা ও শৃঙ্খলা। তিনি বিশ্বাস করতেন, একটি জাতিকে গড়তে হলে প্রথমে গড়তে হবে তার শিক্ষাব্যবস্থাকে, আর সেই শিক্ষাব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে আদর্শ শিক্ষক। তিনি একই স্কুলে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে মোট ২৬ বছর শিক্ষকতা করেন। ১৯৭৩ সালে রাউজান উপজেলার নোয়াপাড়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সবশেষে ১৯৭৬ সালের নভেম্বরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ১৯৯২ সালের ডিসেম্বর পর্যন্ত সততা, নিষ্ঠা ও আদর্শনিষ্ঠ নেতৃত্বে পটিয়া আদর্শ স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, সুদূরদর্শী দৃষ্টিভঙ্গি ও শিক্ষার্থীবান্ধব মনোভাব আজ স্কুলটিকে শুধু পটিয়া নয়, গোটা চট্টগ্রাম জেলায় একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করেছে। তিনি ১৯৯৪ সালের ডিসেম্বর পর্যন্ত একই প্রতিষ্ঠানে রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের এ দিনে ২৪ জুলাই চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেন।