ফটিকছড়ি ফতেপুর গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল এবং সরকারি মুসলিম হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজ (৭৮) গতকাল সোমবার দুপুরে নগরীর শেরশাহ এলাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শেরশাহ ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং রাত ৯টায় ফটিকছড়ি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












