মোহামেডান ব্লুজের সভাপতি নির্বাচিত আবদুল বারেক

| বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের এক সভা ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের কর্মকর্তাবৃন্দ। সভায় কর্মকর্তারা ক্লাবকে আরো কিভাবে গতিশিীল করা যায় সে সব বিষয়ে আলোচনা করেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিভিন্ন খেলাধুলায় আরো সাফল্য অর্জনের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয় সভায়।

একই ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় ক্লাবের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর এবং মেসার্স বারেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল বারেককে। সভায় আশা প্রকাশ করা হয় আবদুল বারেকের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। বিশেষ করে সাদাকালো শিবির খ্যাত মোহামেডান ব্লুজ মাঠের লড়াই তাদের সাফল্য ধরে রাখতে সক্ষম হবে।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে শতদলের জয়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইসলামী স্টার ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন