চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের এক সভা ক্লাবের সভাপতি এবং ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেকের সভাপতিত্বে গত ৬ আগষ্ট অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন ক্লাবের সহ সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক আলী আব্বাস, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন চৌধুরী, সহ সম্পাদক সরোয়ার আলম, নির্বাহী সদস্য নজরুল ইসলাম লেদু, আবু সৈয়দ, আবু মোর্শেদ, জিয়াউদ্দিন সোহেল, ইয়াছির আরাফাত ও মাসুদুর রহমান।
সভায় সর্বসম্মতভাবে পেনিনসুলা গ্রুপ অব কোম্পানীজের সচিব ও সিএফও মো. নুরুল আজিমকে ফুটবল কমিটির চেয়ারম্যান, ব্যবসায়ী ও আবদুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইনুল কবির (জিতু) কে ফুটবল সম্পাদক এবং ব্যবসায়ী ও জি এম প্লান্ট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে ম্যানেজার নিয়োজিত করে ১০১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ফুটবল কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।