মোহামেডান ব্লুজের দ্বিতীয় সেবানিকেতনের প্রথম জয়

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকাল সোমবার মোহামেডান ব্লুজ এবং সেবানিকেতন ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-ডি এর খেলায় মোহামেডান ব্লুজ ১ উইকেটে সাউথ এন্ড ক্লাবকে পরাজিত করে। এ নিয়ে টানা দুই খেলায় জিতে মোহামেডান ব্লুজ সুপার ফোরের পথ উজ্জ্বল করলো। অন্যদিকে সাউথ এন্ড ক্লাব প্রথম খেলায় জিতলেও দ্বিতীয় খেলায় পরাজিত হলো।

তারা শেষ খেলায় আগ্রাবাদ কমরেড ক্লাবের মোকাবেলা করবে। গতকাল টসে জিতে মোহামেডান ব্লুজ প্রথমে ব্যাট করতে পাঠায় সাউথ এন্ড ক্লাবকে। সাউথ এন্ড ক্লাব ৩৪.২ ওভার খেলে সব উইকেট হারায় ১২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে হুজাইফা আবরার ১৩,জিয়াউল করিম ১১,আওসাফ হোসেন ১৭,মো. সুমন ১৪ এবং মুকতার হোসেন ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ২৮ রান। মোহামেডান ব্লুজের আফফান মাহবুব এবং জাবেদ ইকবাল প্রত্যেকে ৪টি করে উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পান সাদ্দাম হোসেন এবং ওমর ফারুক। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান ব্লুজ ৩৭ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায়। সাউথ এন্ড ক্লাব সমান তালে খেললেও শেষ পর্যায়ে এসে পিছিয়ে পড়ে।

মোহামেডান ব্লুজ ১০৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেললে শেষ উইকেট জুটিতে মোহামেডান ব্লুজের রানা হামিদ এবং কাইয়ুম আহমেদ দাঁড়িয়ে যান। এ দুজনকে আউট করতে ব্যর্থ হন সাউথ এন্ড ক্লাবের বোলাররা। ফলে প্রায় তীরে এসে তরী ডোবার মতো হার নিয়ে মাঠ ত্যাগ করতে হয় তাদের। রানা হামিদের অপ. ১২ এবং কাইয়ুম আহমেদের অপ. ১০ রান দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। এ জুটি ১৯ রান যোগ করেন। এর আগে মোহামেডানের ওপেনার জিয়াউর রহমান ১৬,রুবায়েত খান ২৫,ওমর ফারুক ১৩ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ২৩ রান। সাউথ এন্ড ক্লাবের মুকতার হোসেন ৩টি,মো. সুমন ও মো. আসিফ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান আবু সাইদ। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের খেলায় সেবানিকেতন ক্লাব ২ উইকেটে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে। সেবানিকেতনের এটি প্রথম জয় অন্যদিকে নোয়াপাড়া লায়ন্স ক্লাবের এটি দ্বিতীয় পরাজয়।

দুটি দলই ৩ খেলা শেষে ৩ পয়েন্ট করে পেয়ে প্রথম পর্ব সম্পন্ন করেছে। গতকাল টস জিতে নোয়াপাড়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তারা ২২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইশতিয়াক মাহমুদ অপরাজিত ৬০। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আবদুল আওয়ালের ব্যাট থেকে। তিনি দ্রুত অপরাজিত ৪১ রান করেন ২৪ বল খেলে। ৭টি চার এবং ১টি ছক্কা হাঁকেন তিনি। এছাড়া সাজ্জাদ হোসেন ২০,ওবায়েদুর রহমান ২৮,সাকিব বিন আলম ২৩ রান করেন। অতিরিক্ত রান হয় ২৭। সেবানিকেতনের সাজ্জাদ হোসেন ৪টি এবং মো. সাকিব ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান মহিউদ্দিন সোহাগ এবং রবিউল হোসেন। জবাবে সেবানিকেতন ক্লাব ৩৯.১ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে নেয়। দলের রবিউল হোসেন ৯২ বল খেলে সর্বোচ্চ ৯৯ রান করেন। কিন্তু ১টি রানের জন্য শতক থেকে বঞ্চিত হন। তিনি সাকিবের বলে আকিবের হাতে স্ট্যাম্পড হয়ে যান। অন্যদের মধ্যে মো. জামাল ১০,মো. হাসান ১৪,আবদুর রহমান ১৫,সাজ্জাদ হোসেন অপ.২৯ এবং মহিউদ্দিন সোহাগ অপ. ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৯ রান।

নোয়াপাড়া লায়ন্স ক্লাবের সাকিবুল ইসলাম ৩টি এবং সাকিব বিন আলম ২টি উইকেট পান। ১টি উইকেট নেন সাজ্জাদ হোসেন। আজও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে খেলবে কোয়ালিটি ব্লুজ এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। মহিলা কমপ্লেক্স মাঠে খেলবে ক্রিসেন্ট ক্লাব এবং সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা।

পূর্ববর্তী নিবন্ধপুত্র সন্তানের বাবা হলেন নাসির হোসেন
পরবর্তী নিবন্ধআইসিসির সেরা অলরাউন্ড পারফরম্যান্সে মোমিনুল