চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে একে একে চারটি খেলায় হেরে সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত কাস্টমস স্পোর্টস ক্লাব রুখে দিয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে। সে সাথে ৫ম খেলায় এসে প্রথম পয়েন্ট অর্জন করেছে তারা। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাস্টমস এবং মোহামেডান ব্লুজের খেলাটি গোলশূন্য অমীমাংসিতভাবে শেষ হয়। ৫ খেলা শেষে মোহামেডান ব্লুজ পেয়েছে ৫ পয়েন্ট। অন্যদিকে কাস্টমস সমান খেলায় ১ পয়েন্ট পেলো।
গতকাল খেলার শুরুতেই এগিয়ে যেতে পারতো মোহামেডান ব্লুজ। কিন্তু আমিরুজ্জামান সাইমনের দুর্বল শট কিপারের হাতে পৌঁছলে তা আর সম্ভব হয়নি। অবশ্য প্রথমার্ধে দু’দলই আক্রমণ প্রতি আক্রমণ করে খেলে। এ থেকে সুযোগও পায় তারা। তবে কেউ কাজে লাগাতে পারেনি। ১৮ মিনিটে কর্নার থেকে কাস্টমস একটি সুযোগ পায়। শাহাদাত হোসেনের হেড থেকে আহম্মদ সফি আবারো হেড নেন। তার হেড মাঠের বাইরে চলে গেলে গোল বঞ্চিত হয় কাস্টমস। তিন মিনিট বাদে মোহামেডানের কাছে আবারো সুযোগ আসে। তৌহিদুল ইসলামের কাছ থেকে বল পেয়ে আবারো সাইমন কিপারের হাতে তুলে দিয়ে তা নষ্ট করেন। এ অর্ধের শেষ মুহূর্তে মোহামেডানের বদলি হেলাল খুব কাছ থেকে হেড নেন। কিন্তু তার হেডের বল কাস্টমস কিপার সালাউদ্দিন ধরে নেন। গোলশূন্য প্রথমার্ধের পর কিছুটা সময় দু্’দলই আক্রমন প্রতি আক্রমনে ছিল। কিন্তু ক্রমশই খেলায় প্রাধান্য বিস্তার করতে থাকে মোহামেডান ব্লুজ। কাস্টমস রক্ষণভাগে ব্যাপক আধিপত্য ফলাতে থাকে তারা। আক্রমন করতে থাকে একের পর এক। গোল পেতে মরিয়া হয়ে উঠে মোহামেডান ব্লুজ। অপরদিকে কাস্টমসের খেলোয়াড়রা নিচে নেমে রক্ষণ সামলাতে থাকে। ১৫ মিনিটে মোহামেডান ব্লুজের হেলাল শট নিতে ব্যর্থ হন। সেভ করেন কাস্টমস কিপার সালাউদ্দিন। ৩২ মিনিটে আবারো হেলালের তীব্র শট কাস্টমস রক্ষণভাগের মিজবাহউদ্দিন আরিফের পায়ে লেগে প্রতিহত হয়। এতে করে একটা নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ব্লুজ। এসময় মোহামেডানের অব্যাহত চাপে কাস্টমস রক্ষণভাগ তছনছ হয়ে গেলেও ত্রাতার ভূমিকায় দাঁড়িয়ে যান গোলরক্ষক মো. সালাউদ্দিন। ৪৩ মিনিটে জটলার সৃষ্টি হয় কাস্টমস গোলমুখে। গোল হওয়ার সুযোগ সৃষ্টি হলেও কাস্টমস রক্ষণভাগ শেষমুহূর্তে তা ক্লিয়ার করতে সক্ষম হয়। পরমুহূর্তে ব্লুজের বদলি মেহেদি হাসান বাপ্পীর লক্ষ্যভেদী দুর্দান্ত শট ফিস্ট করে উড়িয়ে দিয়ে নিশ্চিত গোল রক্ষা করেন কাস্টমস কিপার সালাউদ্দিন। এ সময় কাস্টমস গোলমুখে ঝাঁপিয়ে পড়া মোহামেডান ব্লুজের আক্রমণভাগ শত চেষ্টা করেও গোল আদায় করতে ব্যর্থ হয়। অতিরিক্ত সময়ে বাপ্পীর আরো একটি শট সালাউদ্দিন রক্ষা করলে গোলশূন্যভাবেই খেলার শেষ বাঁশী বেজে উঠে। আর মোহামেডান ব্লুজ থেকে কেড়ে নেয়া প্রথম পয়েন্ট পাবার আনন্দে মাঠ ত্যাগ করে কাস্টমস খেলোয়াড়রা।
গতকালের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাস্টমস স্পোর্টস ক্লাবের গোলরক্ষক মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এবং চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক হাসান মুরাদ।
আজকের খেলা: মাদারবাড়ি উদয়ন সংঘ বনাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। বিকাল–৩টা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম।