মোহামেডানের হয়ে ভালো কিছু করতে চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩০ মে, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ৩১ মে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে। এ লিগ মাঠে গড়ানোর দুদিন আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, শুরুটা ভালো করার লক্ষ্য তার দলের। অনেকদিন ধরে মাঠের বাইরে কঠিন সময় কাটাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। নতুন করে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে কিছুদিন আগে নতুন কমিটি করেছে মোহামেডান। ডিপিএলেও বলার মতো একটা দল গড়েছে ক্লাবটি। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন আহমেদ, সামছুর রহমান শুভ, আবু হায়দার রনি, শুভাগত হোম চৌধুরীর মতো ক্রিকেটার আছেন মোহামেডানে। সাকিব এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন ৫ বছর পর। সবশেষ ২০১৬ সালে খেলেছিলেন তিনি আবাহনী লিমিটেডের হয়ে। এবার খেলবেন আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের হয়ে। নেতৃত্বের দায়িত্ব পেয়ে লিগে নিজেদের লক্ষ্যের কথা জানান মোহামেডান অধিনায়ক। গতকাল শনিবার দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব জানালেন,‘লক্ষ্য তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটা জেতা, যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। অতএব আমরা যদি প্রথম ম্যাচেই ধারাবাহিকতাটা পেয়ে যাই এবং এটা ধরে রাখতে পারলে ভাল হয়। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না, দিনে যে ভাল খেলবে সেই জিতবে।তো সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং সেটা ধরে রাখতে পারি।’ সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ নিয়েও কথা বলেন সাকিব। বল হাতে মোটামুটি পারফরম্যান্স দেখাতে পারলেও সিরিজে ব্যাট হাতে পুরো ব্যর্থ সাকিব। তিন নম্বর পজিশনে ফিরে তিন ম্যাচে রান করতে পেরেছেন ১৯, উইকেট নেন ৩টি। সাকিব বলেন, শ্রীলংকা বাজে ক্রিকেট না খেললে সিরিজ জেতা নাও হতে পারত বাংলাদেশের। বলেন, ‘অবশ্যই আমি যেটা আশা করেছি তা হয়নি। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে এমনটা আর না হয়, এটাই গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় প্রথমবার আমরা শ্রীলংকার সাথে সিরিজ জিতলাম। খুবই ভাল। অবশ্যই ৩-০ হলে ভাল হতো। কিন্তু শ্রীলংকা যদি ভাল খেলতো তাহলে ফল অন্য রকমও হতে পারতো।’

পূর্ববর্তী নিবন্ধতামিমের জরিমানা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন