প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বোধহয় আর থাকা হচ্ছেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। টানা সাত ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে মোহামেডান। তাদের পয়েন্ট এখনো শূন্য। গতকাল একটি সুযোগ ছিল নিজেদের রক্ষা করার। কিন্তু শহীদ শাহজাহান সংঘের কাছে হেরে সে সুযোগটাও হাতছাড়া করে মোহামেডান। ফলে প্রিমিয়ার লিগ থেকে অবনমন এখন এক প্রকার নিশ্চিত ঐতিহ্যবাহি দলটির। যদিও কেবল নামেই এখন ঐতিহ্য রয়েছে মোহামেডানের।
মাঠের লড়াইয়ে সে ঐতিহ্য এখন আর নেই। প্রতিটা ইভেন্টেই কেবল হার আর হার। গত আসরেই প্রিমিয়ার থেকে নেমে যেতে হতো মোহামেডানকে। তাদের ভাগ্য ভাল ছিল যে এফএমসি স্পোর্টসকে অনেকটা জোর করে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে এবারে বোধহয় আর শেষ রক্ষা হবেনা। কারণ সামনে যে চারটি
ম্যাচ রয়েছে সেগুলোতে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল শহীদ শাহজাহান সংঘকে হারাতে পারলে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারতো মোহামেডান। কিন্তু গুরুত্বপূর্ণ সে ম্যাচে শহীদ শাহজাহান সংঘের কাছে ১৭ রানে হেরে অবনমনের শংকায় এখন মোহামেডান। লিগের ১২টি দলের মধ্যে
একমাত্র রাইজিং স্টার জুনিয়রের একটি জয়। বাকিরা ন্যুনতম দুটি করে জয় তুলে নিয়েছে। রাইজিং স্টার জুনিয়রের একমাত্র জয়টিও সেই মোহামেডানের বিপক্ষে। কাজেই তারাও অনেকটা শংকামুক্ত। সুতোর উপর ঝুলছে কেবল মোহামেডানের ভাগ্য। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে
ব্যাট করতে নেমেছিল শাহজাহান সংঘ। কিন্তু শুরুটা ভাল করতে পারেনি। ৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে শাহজাহান সংঘ। তখন হাল ধরেন কামরুল এবং রাতুল। দুজন মিলে যোগ করেন ৬২ রান। ৩০ রান করে ফিরেন কামরুল। এরপর দলকে একাই টেনেছেন রাতুল। তবে
তাকে কিছুটা সঙ্গ দিয়েছেন ৩৫ রান করা মুশফিকুর এবং ১৭ রান করা মেহেদী। আর তাতেই ২৩২ রানে পৌছে শহীদ শাহজাহান সংঘ। দলের পক্ষে অন্যান্যের মধ্যে কপিল ১৯ এবং মমতাজ করেন ১৭ রান। মোহামেডানের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন ইশরাত হোসেন। ৩টি উইকেট নিয়েছেন শামীম মিয়া।
২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারায় মোহামেডান। দ্বিতীয় উইকেটে ইশতিয়াক এবং ইশরাত মিলে যোগ করেন ৪১ রান। ১৪ রান করে ফিরেন ইশরাত। এরপর উত্তম সরকারের সাথে আরো ৪৪ রান যোগ করেন ইশতিয়াক। ২৪ রান করে ফিরেন উত্তম। এরপর দ্রুত ইশতিয়াক এবং
প্রসেনজিতের উইকেটও হারায় মোহামেডান। ৭৭ বলে ৫৩ রান করে ফিরেন ইশতিয়াক। ১৬ রান করেন প্রসেনজিত। ষষ্ঠ উইকেটে ফরহাদ হোসেন এবং শামীম মিয়া মিলে দলকে টানার চেষ্টা করেন। এজুটি যতক্ষন ব্যাট করছিল ততক্ষণ মনে হচ্ছিল প্রথম জয় তুলে নিতে যাচ্ছে মোহামেডান। কিন্তু এজুটি
ভাঙতেই সব শেষ। ৪০ রান করা শামীম ফিরলে ভাঙ্গে এজুটি। পরের ওভারে ফিরে আসেন ৩৫ রান করা ফরহাদ। এরপর আর ২০ রান যোগ করতেই অল আউট হয় মোহামেডান ২১৫ রানে। শাহজাহান সংঘের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মুশফিকুর। ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান এবং মাহতাব
উদ্দিন। আজকের খেলা ঃ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল বনাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা।