প্রিমিয়ার লিগ শুরুর আগে এক অনুষ্ঠানে মুশফিকুর রহিমকে মোহামেডানের অধিনায়ক ঘোষণা করা হয়। একই সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় দলের তারকা খেলোয়াড়দের। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ কিংবা আবু জায়েদ রাহী- এত এত তারকার সমাবেশ যে দলে, সেই দলটিকে দেখেই যেন বাকিদের ঘাবড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। কারণ, এরা একসঙ্গে মাঠে নামলে- তাদের সামনে অন্য কারোর দাঁড়ানোরই সুযোগ থাকবে না হয়তো। কিন্তু তা হয়নি। তারকাবহুল দলটি তাদের তারকাদেরই মাঠে নামাতে পারেনি। মাহমুদউল্লাহ রিয়াদ শেষ দিকে যোগ দিয়েও কিছু করতে পারেননি। সৌম্য সরকার ছিলেন পুরোপুরি ব্যর্থ। বাকি তারকা ক্রিকেটাররা মাঠে নামার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সুপার সিঙেই উঠতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে তারা যখন দেশে ফিরেছেন, তখন মোহামেডানের প্রিমিয়ার লিগ সফর শেষ। ফলে ক্লাবটির জার্সি গায়ে আর মাঠেই নামা হলো না মুশফিক-মিরাজদের। এ সুযোগটাই নিল শেখ জামাল। লিগের বাইলজ অনুযায়ী অন্য ক্লাবের কোনো ক্রিকেটার যদি একটি ম্যাচও না খেলে আর দলের খেলা শেষ হয়ে যায়, তাহলে অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় অন্য ক্লাবে খেলতে পারবেন। এই নিয়মেই মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ সুপার লিগ খেলবেন শেখ জামালের হয়ে। ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম পর্বে শীর্ষে ছিল শেখ জামাল। আজ ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার লিগ।