মোহামেডানের কাছে হারলো চট্টগ্রাম আবাহনী

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২১ গোলের জয় পেয়েছে মোহামেডান। দলের জয়ে জোড়া গোল করেছেন মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন দিয়াবাতে। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী চড়াও হয়ে খেলতে থাকে ম্যাচে ফিরতে। সফলতাও আসে ৮১ মিনিটে। মোহম্মদ তারেকের গোলে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হাথুরুসিংহে
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট দল লন্ডন যাবে দুই ভাগে ভাগ হয়ে