মোহামেডানকে হারিয়ে প্রথম জয় সাইফ স্পের্টিংয়ের

| শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:০৫ পূর্বাহ্ণ

এবারের বি লিগে দ্বিতীয় ম্যাচে এসেই হারের মুখ দেখল মোহামেডান। ঢাকায় আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে উড়িয়ে লিগযাত্রা করা মোহামেডান হোমভেন্যুতে প্রথম ম্যাচে হেরে গেছে। গতকাল বৃহস্পতিবার মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এটি সাইফের প্রথম জয়। ঢাকায় রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শুরু করেছিল প্রিমিয়ার লিগ। আর গতকাল মোহামেডানের ঘরে রাজত্ব করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঢাকায় ফিরছে সাইফ। খেলার ৪৪ মিনিটে প্রথম ও প্রথমার্ধের ইনজুরি সময়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে সাইফ। বিরতির পর একটি গোল ফিরিয়ে দিয়েছিল মোহামেডান। তাতে হারের ব্যবধান কমেছে মাত্র। ৪৪ মিনিটে আরিফুর রহমানের গোলে এগিয়ে যায় সাইফ। কিন্তু ইনজুরি সময়ে আরেকবার মোহামেডান শিবিরে আঘাত করেন তাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড জন ওকোলি। ০-২ গোলে পিছিয়ে পড়া মোহামেডান ৬০ মিনিটে ১-২ করে অধিনায়ক উরু নাকাতার গোলে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনীর কষ্টার্জিত জয়
পরবর্তী নিবন্ধপরিশ্রমের পুরস্কার পেলেন হাসান মাহমুদ