মহেশখালী প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের সুপরিচিত ইসলামী বক্তা, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া নিবাসী মরহুম আমিরুজ্জামানের পুত্র মাওলানা মোহাব্বত আলী আলকাদেরী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫ কন্যা, ২ ছেলেসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় হরিয়ারছড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।












