মোহরা সায়েরা খাতুন বালিকা বিদ্যালয় ও কলেজের পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিদায়ী ১৩ জন শিক্ষিকাকে সম্মাননা প্রদান গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লা নুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী। প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। বিশেষ অতিথি মোরশেদুল আলম কাদেরী বলেন,এই বিদ্যালয়ের অগ্রগতি আমাদের স্বপ্ন। আমরা চাই, এখানকার শিক্ষার্থীরা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে সমান দক্ষ হয়ে গড়ে উঠুক।সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার বলেন, ছাত্রীদের প্রতিভা বিকাশে আমরা সবসময়ই নিরলস কাজ করছি। আজকের ক্রীড়া প্রতিযোগিতায় তাদের যে স্পৃহা ও অংশগ্রহণ দেখেছি, তা প্রশংসনীয়। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নারগিস আক্তার, সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, সুপ্তি দাস প্রমুখ। উপস্থিত ছিলেন কল্যানী ভঠাচার্য, বন্দনা ভঠাচার্য, সুব্রতা সেন, দিপালী ঘোষ, সুনীতি বড়ুয়া,রাবেয়া বেগম, রওশন আরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের মানবিক সহায়তা
পরবর্তী নিবন্ধফার্মাসির নতুন নতুন গবেষণা বিশ্বব্যাপী মানবতার কল্যাণ বয়ে আনবে