মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে বার্ষিক পুরষ্কার বিতরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোমান আল মাহমুদ এমপি। গভর্নিং বডির সভাপতি ও মহিলা কাউন্সিলর জোবাইরা নার্গিস খানের সভাপতিত্বে সহকারী শিক্ষক নাজমা চৌধুরী ও জিন্নাত জাহানের সঞ্চালনায় বক্তব্য দেন, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ হাসিনা মমতাজ, সহকারী শিক্ষক প্রধান শিক্ষক রোকসানা আক্তার, সহকারী শিক্ষক দীপালী ঘোষ, রাবেয়া বানু, সুপ্তি দাশ, নারগিস আক্তার, স্বপ্না চৌধুরী, নন্দিতা বিশ্বাস, লিলি আক্তার, শম্পা ভট্টাচার্য, কামালিকা দাশ, জাকিয়া সুলতানা, মনোয়ারা আক্তার, ফাহিমা আক্তার তানজিনা নুসরাত, তন্মী সরকার, তন্মী মিত্র, নুরুন্নাহার, ঐন্দ্রিলা বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।