মোহরা শেরে বাংলা স্মৃতি দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

| শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:৩৯ পূর্বাহ্ণ

মোহরা ছদরিয়া ক্লাব আয়োজিত শেরে বাংলা কাপ দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বুধবার রাতে মোহরা এএল খাঁন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে একে ফাউন্ডেশন ৩ উইকেটে তফিল টু এইটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছদরিয়া ক্লাবের সভাপতি মোহাম্মদ ওসমানগনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু। তিনি বলেন, এখন মাদকের চেয়ে নিরব ঘাতক ইন্টারনেট। এ ইন্টারনেট আসক্তিতে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধা পযন্ত আসক্ত। এ আসক্তির কারনে শিশু কিশোরদের শিক্ষা যেমন বিনষ্ট হচ্ছে তেমনি করে পারিবারিক সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে । তাই ইন্টারনেট প্রয়োজনের বাহিরে ব্যবহার সর্ম্পকে আমাদের সচেতন থাকতে হবে। ইন্টারনেট ব্যবহার রোধে পাড়ায় মহল্লায় খেলাধুলা আয়োজনের তাগিদ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠ ছাত্র সম্পাদক মো. ইলিয়াছ উদ্দিন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরফাত কচি। অনুষ্ঠানে মুজিব সৈনিকের সভাপতি আসফাক হোসাইন খান, মোহাম্মদ বাবু, মোহাম্মদ সাহেদ, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরুন নবী সাহেদ, বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল, নুর মোহামদ সান, সাজ্জাদ ইসলাম, দিদারুল ইসলাম শাহিন, সোহেল তালুকদার, মো হানিফ , জাহিদুল ইসলাম জাহিদ, জিয়াউল হক জিয়া, আবু বক্কর সিদ্দীক, সাগর দাশ, মো. তারেক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ইশতিয়াক গণি ইফতি, হান্নান হোসেন বাবলু, আসিফ চৌধুরী, আব্দুল কাদের ইমন, আবিদ হোসেন ফাহি, কাজী তফসীর, মোহাম্মদ গালিফ, মোহাম্মদ রোহান প্রমুখ উপস্থিত ছিলেন । চ্যাম্পিয়ন দল একে ফাউন্ডেশকে নগদ ১৫ হাজার টাকার প্রাইজবন্ড ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমাঠে গড়াল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ নামবে কাল রোববার
পরবর্তী নিবন্ধব্রাইট একাডেমি এবং বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) জয়ী