মোহরা ও বাকলিয়ার ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

সড়ক নির্মাণ প্রকল্প

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের মোহরা ও বাকলিয়া অংশে ক্ষতিগ্রস্তদের মাঝে অবকাঠামোর ক্ষতিপূরণ হিসেবে চেক হস্তান্তর করেছেন সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিডিএর হল রুমে মোহরা ও বাকলিয়া অংশে ক্ষতিগ্রস্তদের মাঝে এ চেক বিতরণ করা হয়।

এসময় সিডিএ চেয়ারম্যান বলেন, আপনারা যারা এই উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই নগরীর উন্নয়নে অবদান রাখছেন। তাই আপনাদের হয়রানি বন্ধের লক্ষ্যে আমি নিজ হাতে এই চেক হস্তান্তর করছি। আজ ৪৩টি চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে ৬ কোটি ৩ লাখ ৮৮ হাজার ৩০ টাকা হস্তান্তর করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএর সচিব মোহাম্মদ মিজানুর রহমান, প্রকল্প পরিচালক রাজীব দাস, প্রকল্প পরিচালক নিয়াজ মো. মামুনসহ কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ঘটনাবলি তাদের অভ্যন্তরীণ বিষয় : ভারতের মুখপাত্র
পরবর্তী নিবন্ধথমথমে সেন্টমার্টিনে বন্ধ দোকানপাট, নিখোঁজ ৩