মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা গত ২৫ জানুয়ারি মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবু তাহের, আওয়ামী লীগ নেতা বিজয় কুমার চৌধুরী কিষাণ, মো. জসিম, মো. আবুল কালাম, মো. মেজবাহ উদ্দিন লিটন, মো. ইলিয়াছ ইলু, মো. নাছির উদ্দিন, মো. আমিনুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খালেদ হোসেন খান মাসুক, ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, রুবায়েত হোসেন প্রমুখ।