মোহরা আলহাজ আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৮ অক্টোবর বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের পরিচালক ও স্কুলের সাবেক সভাপতি সাহেদা সালাম। সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজীব হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেশমা খানম, মোহরা গ্রামার স্কুলের প্রিন্সিপাল সৈয়দা সেলিনা আক্তার, ভাইস প্রিন্সিপাল এমান্ড বার্নার্ড। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. নাছির, গ্রামার স্কুলের সিনিয়র শিক্ষক ডেপিনি হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।