মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুনের সার্বিক তত্ত্বাবধানে প্রতি শুক্রবার ন্যায় বিকেল ৮টা হতে ৫টা পর্যন্ত গরীব দুঃখী মেহনতি মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে সহযোগিতা করেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহেদুল করিম বাপ্পী। এতে উপস্থিত ছিলেন, কাজী গোলাম মোস্তফা, কাজী আসিফ, কায়ছার হামিদ, জাফর সাদেক নয়ন, রিয়াদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, করোনাভাইরাস মহামারির শুরু থেকেই আমরা অসহায় কর্মহীন মানুষের পাশে আছি। খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছি। আজ অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি। আমাদের মানব সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।