নগরীর চান্দগাঁও থানাধীন মোহরায় ইস্পাহানী জেটি রোডের হাজী শফি ম্যানশনের ২য় তলায় ঈদের ছুটিতে একটি তালাবদ্ধ ঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাসা থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, বাড়ির মালিক রিনা আক্তার ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বোয়ালখালীতে যান। গত রোববার ফিরে এসে দেখতে পান বাসার আলমিরা থেকে ১৫ ভরির ওপরে স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকাসহ মাটির ব্যাংকের টাকা লুট হয়েছে। চোর চক্র ধরা না পড়ার জন্য সিসিটিভির ডিভাইস এবং মনিটরও নিয়ে গেছে।
মূলত ঈদের ছুটিতে ২ মে থেকে ৬ মে মধ্যে হাজী শফি ম্যানশনের ২য় তলায় এই বাসায় চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।