স্বামী ঋষি অদ্বৈতানন্দপুরী মহারাজ স্মরণে গৌরাঙ্গ চৌধুরী ও রেনু প্রভা চৌধুরীর স্মৃতি রক্ষার্থে লক্ষ্মী নারায়ন ও গৌর নিতাই বিগ্রহের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চারদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে নগরীর মধ্যম মোহরাস্থ গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে আগামীকাল রবিবার থেকে শুরু হবে। গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্যাপন পরিষদ আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ম দিবসে উষালগ্নে নামসংকীর্ত্তন সহকারে নগরপরিক্রমা, লক্ষ্মীনারায়ণ ও গৌর নিতাইয়ের রাজভোগ, সনাতন ধর্মসম্মেলন। এতে উপস্থিত থাকবেন মহারাজবৃন্দ, সাধু-সন্ন্যাসী বৈষ্ণব ও ঋষিগণ।
২য় ও ৩য় দিবসে চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। উৎসবে অতিথি হিসেবে প্রতিদিন সরকারের মন্ত্রীবর্গ, রাষ্ট্রীয় অতিথিবৃন্দ, বিদেশি দূতাবাসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। প্রতিদিন দুপুরে ও রাতে ভক্তবৃন্দদের জন্য রয়েছে অন্নপ্রসাদের ব্যবস্থা। প্রেস বিজ্ঞপ্তি।












