মোহরায় গৌরাঙ্গ নিকেতন উৎসব কাল শুরু

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

শিবকল্পতরু স্বামী ঋষি অদ্বৈতানন্দপুরী মহারাজ স্মরণে গৌরাঙ্গ চৌধুরী ও রেনু প্রভা চৌধুরীর স্মৃতি রক্ষার্থে লক্ষ্মী নারায়ন ও গৌর নিতাই বিগ্রহের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চারদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে নগরীর মধ্যম মোহরাস্থ শিল্পপতি সুকুমার চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আগামীকাল বুধবার থেকে শুরু হবে। গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্‌যাপন পরিষদ আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১ম দিবসে উষালগ্নে নামসংকীর্ত্তন সহকারে নগরপরিক্রমা, লক্ষ্মীনারায়ণ ও গৌর নিতাইয়ের রাজভোগ, সনাতন ধর্মসম্মেলন।

উপস্থিত থাকবেন মহারাজবৃন্দ, সাধু-সন্ন্যাসী বৈষ্ণব ও ঋষিগণ। ২য় ও ৩য় দিবসে চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। উৎসবের প্রতিটি পর্বে সকলকে উপস্থিত থাকার জন্য গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্‌যাপন পরিষদের কো-চেয়ারম্যান অমিত চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াত চুয়েট শিক্ষক অভিজিৎ স্মরণে সভা
পরবর্তী নিবন্ধআন্দামান সাগরে ভাসছে রোহিঙ্গা ভর্তি নৌযান