নগরীর চান্দগাঁও থানাধীন মোহরায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ফারুক (৩৫) ও শামসুল আলম (৪৭) নামের দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে হামিদচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুকের বাড়ি খুলনার বাগেরহাট ও শামসুল আলমের বাড়ি ভোলা জেলায়। তারা হামিদচর এলাকার কালাম কন্ট্রাক্টরের ভাড়া বাসায় বসবাস করতেন।
চান্দগাঁও থানার এসআই মো. বেলাল বলেন, একই কলোনীতে ভাড়া থাকার সুযোগে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণ করে ফারুক ও শামসুল নামের দুইজন। প্রায় তিন মাস আগে ঘটনাটি ঘটলেও মেয়েটির মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।












