বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিজিএমইএর প্রথম সহ–সভাপতি ও ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম গতকাল বুধবার উত্তর মোহরা জান আলী বাড়ি এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি–ঘর ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাঁর ব্যক্তিগত ও ওয়েল গ্রুপের পক্ষ থেকে চার লক্ষ টাকা অনুদানের ঘোষণা প্রদান করেন।
এসময় তিনি বলেন, অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে। সতর্কতাই পারে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে। গরিব, দুখী, মেহনতি মানুষের সাহায্যে এগিয়ে আসা এবং তাদের সহযোগিতা করা আমার রাজনৈতিক দায়িত্ব। আমরা যারা রাজনীতি করি সবাই যদি দুখী, অসহায়, মেহনতি মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে এদেশে দারিদ্র্য থাকবে না।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহরা এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি আজম খান ও সাধারণ সম্পাদক এরশাদুল আলাম বিটুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।