মোহরার জলাবদ্ধতা সমস্যার সমাধান ও সড়ক সংস্কারের আশ্বাস মেয়রের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

নগরের ৫ নং মোহরা ওয়ার্ডের জলাবদ্ধতা সমস্যা দূর করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে তিনি ওয়ার্ডটিতে বসবাসরত জনগণের নিরাপদ এবং সুরক্ষিতভাবে চলাফেরা নিশ্চিতে আলোকায়ন কর্মসূচি শুরু করা হবে বলেও জানান। তিনি বলেন, আশা করি, মোহরার বাসিন্দারা এই পরিবর্তনগুলোকে স্বাগত জানাবে এবং তারা এই উদ্যোগে আমাদের পাশে থাকবে। গতকাল শনিবার বিকালে ৫ নং মোহরা ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি ওয়ার্ডটির এল খান সড়ক, ওয়াসা রোড, দেওয়ান মহসিন রোড, হাবিবুল্লাহ চৌধুরী সড়ক এবং উত্তর মোহরা সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্তমানে উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা দূরীকরণ এবং সড়ক সংস্কারের জন্য নিরলসভাবে কাজ করছে। মোহরা ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা সমস্যাটি বেশ কিছুদিন ধরে স্থানীয়দের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জোয়ারের পানির কারণে এই এলাকার বিভিন্ন সড়ক প্রায়ই তলিয়ে যায় এবং সড়কগুলো ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। আমি আশ্বস্ত করতে চাই, আমাদের পরিকল্পনা রয়েছে এই এলাকার সবগুলো সড়ক এবং জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান করার জন্য।

তিনি বলেন, এখানে যে সমস্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেখানে জলাবদ্ধতা হচ্ছে, সেখানে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। ভারী বৃষ্টির পরবর্তী সময়ে এই সমস্যাগুলি পুরোপুরি সমাধান করার জন্য আমাদের প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি। আলোকায়ন কর্মসূচি শুরু হবে, যাতে এখানে বসবাসরত জনগণ নিরাপদে চলাফেরা করতে পারে। শহরের সব জায়গাকে উন্নত করতে আমাদের এই উদ্যোগগুলো অব্যাহত থাকবে।

মেয়র বলেন, আমি মনে করি যে, আমাদের কাজ শুধু শহরের উন্নয়ন নয়, জনগণের জীবনমান উন্নত করাও খুব গুরুত্বপূর্ণ। গাছ রোপণ, পরিবেশের উন্নতি এবং সড়ক সংস্কার এই সবগুলোই একে অপরের সঙ্গে সম্পর্কিত। যখন একটি এলাকা সবুজ এবং আলোকিত থাকবে, তখন সেখানকার এলাকাবাসীও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মো. আজম, সাবেক কাউন্সিলর মো. নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন, মোহরা ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান ও চান্দগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধএনসিপি চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধমাদকের টাকার জন্য সন্তান বিক্রি, পুলিশ ফিরিয়ে দিলো মায়ের কোলে