মোহরায় কান্ডারীর উদ্যোগে নানা গ্রাফিতি, সাম্যের বার্তা

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি বা দেয়াল লিখনের কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারীর ব্যবস্থাপনায় সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টিভেজা দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে গতকাল তারা কাজ করেছেন চান্দগাঁও থানাধীন মোহরার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে। তাদের কারও গ্লাভস পরা হাতে রঙের কৌটা, কেউ আবার তুলি দিয়ে দেয়ালচিত্র ফুটিয়ে তুলছেন, আবার কেউ রংতুলির আঁচড়ে বর্ণিল করছেন সেই চিত্র।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ কামরুল হাসান শাকিলের নেতৃত্বে এতে ছিল মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও সাম্যের বার্তা। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব মাহমুদুল হাসান জুয়েল, অর্থ সচিব ফখরুল সাজ্জাদ, কান্ডারীর সদস্য মোহাম্মদ মামুন কাদেরী, ওমর ফারুক রাসেল, ইবনে আল আমিন হোসাইন, মোহাম্মদ সাকিব হাসান, সিডিএ পাবলিক কলেজ শিক্ষার্থী সাদিকা আক্তার, নোয়াপাড়া ডিগ্রী কলেজ শিক্ষার্থী সাকিব, কুয়াইশ শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছয় বছর পর দেশে ফিরছেন শফিক রেহমান
পরবর্তী নিবন্ধ৩০০ ফুট সড়কের সংস্কার আড়াই মাসে অর্ধেক, দুর্ভোগ