মোহনীয় শরতে

সিমলা চৌধুরী | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

একটুকু ছোঁয়া পাই

একটুকু আবেশ,

রয়ে যায় এটুকুতেই

ভালো লাগা রেশ।

মেঘেদের আনাগোনা

ভালো লাগে বেশ,

শরতের বিকেলে দোলে কাশফুলের দেশ।

ঝকঝকে আলোতে

চারপাশ ভরপুর,

বধূ আছে পথ চেয়ে

অলস দুপুর।

হঠাৎ বৃষ্টি এলো

বাজলো মেঘের ঘুঙুর,

শুনতে লাগে ভালো

বৃষ্টির টাপুর টুপুর।

ঘাসের বিছানা পাতা

যেন সবুজ পাটি,

ডগায় ডগায় ওদের

শিশিরের ঘাঁটি।

মিষ্টি গন্ধ ছড়ায়

মাঠের সোঁদা মাটি,

দারুণ লাগে যখন

ঘাস পাটিতে হাঁটি।

জোছনা ঝলমল করে

শরতের রাতে,

শিউলিরা উঠে মেতে

মৃদু হাওয়াতে।

অদ্ভুত মায়া ছড়ায়

মোহনীয় শরতে,

বকফুল, মিনজিরি

হাসে প্রভাতে।

পূর্ববর্তী নিবন্ধপুঁইছড়ি-ছনুয়া সংযোগকারী বেইলি ব্রিজ সংস্কার করুন
পরবর্তী নিবন্ধনির্ভীক দৈনিক আজাদী