বিপিএলে দ্বিতীয়বারের দেখাতেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে হেরে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামকে ১৩৮ রানে আটকে দিয়ে ৯ উইকেটের বড় জয় পায় কুমিল্লা। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের আগুন ঝরা বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ১৩৮ রানেই থামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বৃষ্টি বাগড়ার কারণে ২০ ওভার থেকে খেলা নামিয়ে আনা হয় ১৮ ওভারে। কুমিল্লার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম জুটিতেই বাজিমাত করে দেন ইমরুল ও লিটন। দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়ে লিটন বিদায় নিলেও পরিস্থিতি সামাল দেন অধিনায়ক ইমরুল কায়েস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরুটা ভাল করতে পারেনি। ইনিংসের তৃতীয় বলেই কোনো রান যোগ হওয়ার আগে ফিরেন ওপেনার ওয়ালটন। এরপর আফিফ হোসেনকে নিয়ে ৬২ রান যোগ করেন উইল জেকস। ২১ বলে ৪টি চারের সাহায্যে ২৭ রান করা আফিফ ফিরলে ভাঙ্গে এ জুটি। এরপর শামীম হোসেনকে নিয়ে ৪৭ রান যোগ করেন জেকস। ২২ বলে ৪টি চারের সাহায্যে ২৬ রান করা শামীম ফিরলে ভাঙ্গে এ জুটি। এরপর চট্টগ্রামের ব্যাটাররা কেবলই আসা যাওয়া করতে থাকে। যদিও শামীম ফিরে আসার ৬ রান পর ফিরেন জেকস। ফিরে আসার আগে ৩৭ বলে করেন ৫৭ রান। যেখানে ৫টি চার এবং তিনটি ছক্কার মার ছিল। ইনিংসের ১৩ তম ওভারে বৃষ্টি এলে বন্ধ হয়ে যায় খেলা। পরে আবার যখন মাঠে গড়ায় খেলা তখন ২০ ওভারের পরিবর্তে ১৮ ওভারে নির্ধারিত হয়। যখন বৃষ্টি শুরু হয় তখন চট্টগ্রামের স্কোর ছিল ২ উইকেটে ১০৮ রান। কিন্তু বৃষ্টির পর ৫ ওভারে মাত্র ৩০ রান করতে সক্ষম হয়। উইকেট হারায় ৬টি। শেষ পর্যন্ত ১৩৮ রান জড়ো করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দিকে আকবর আলি করেন ৮ বলে ১২ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ২৭ রানে ৫টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। মূলত তার বোলিং এর সামনে পড়ে উড়ে যায় চট্টগ্রামের ব্যাটাররা। ১টি করে উইকেট নিয়েছেন নাহিদুল এবং তানভীর।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে কুমিল্লার দুই ওপেনার ইমরুল ও লিটন। ৯৭ বলে ১৩৮ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। ম্যাচের শেষ মুহূর্তে এসে মৃত্যুঞ্জয়ের শিকার হন লিটন দাস। বিদায় নেওয়ার আগে ৪ চার ও ৩ ছয়ে তার ব্যাট থেকে আসে ৫৩ রান। একই ওভারে স্ট্রাইকে থাকা ইমরুল এক চার ও এক ছয়ে দলের জয় নিশ্চিত করেন। ১ উইকেটে ১৪৮ রানে চলে যায় কুমিল্লা। ৬ চার ও ৫ ছয়ে ৬২ বলে ৮১ রানে অপরাজিত থাকেন কুমিল্লার অধিনায়ক। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।