মোস্তাফিজুর রহমানকে নিয়ে আশার পালে নতুন হাওয়া জুগিয়েছে এবারের আইপিএল। স্থগিত হওয়ার আগে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাঁহাতি পেসারের বোলিং বৈচিত্র নজর কেড়েছে তামিম ইকবালেরও। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের চাওয়া, আইপিএলের মোস্তাফিজকেই যেন পাওয়া যায় শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে এবার ৭ ম্যাচে মোস্তাফিজ নেন ৮ উইকেট। এই পরিসংখ্যান ফুটিয়ে তুলতে পারছে না তার বোলিংয়ের আসল চিত্র। ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন মোস্তাফিজ। উইকেট থেকেও পেয়েছেন কিছুটা সহায়তা। ফিল্ডাররা সহজ-কঠিন কিছু সুযোগ নষ্ট না করলে তার উইকেট বাড়তে পারতো আরও।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইপিএল থমকে যাওয়ার আগে মোস্তাফিজের বোলিংয়ে বেশ কিছু বৈচিত্র দেখা গেছে। ‘ব্যাক অব দা হ্যান্ড’ স্লোয়ার করেছেন, স্লোয়ার ইয়র্কার করেছেন, তার বোলিংয়ে যা দেখা যায়নি আগে। প্রায় হারিয়ে ফেলা সেই ইয়র্কারের ঝলকও কিছুটা দেখা গেছে। মোস্তাফিজের এই চেহারা আশান্বিত করছে বাংলাদেশ দলকে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বললেন শ্রীংকার বিপক্ষে সিরিজেও দেখতে চান এই বোলিংয়ের ধারাবাহিকতা। মোস্তাফিজ সব সময়ই আমাদের জন্য বিরাট অস্ত্র। যে ধরনের বোলিং সে আইপিএলে করেছে তা দারুণ। আমরা সবাই চাই সে এভাবে বোলিং করুক। আর সেটা করতে পারলে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি লাভবান হবে।