সাকিবের ছুটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে দেশের ক্রিকেট অঙ্গনে। আইপিএলে জায়গা পাওয়া বাংলাদেশের আরেক ক্রিকেটার মোস্তাফিজ কি করবেন। দেশের হয়ে টেস্ট খেলবেন নাকি আইপিএল খেলবেন। সিদ্ধান্ত জানাতে মোটেও সময় নিলেন না মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার জানান দেশই তার কাছে আগে। তাই শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে থাকলে আইপিএলে খেলবেন না। আইপিএলে খেলা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে গত সোমবার কথা বলেন মোস্তাফিজ। সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দেন পাপন। গতকাল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মোস্তফিজ জানান দেশই তার কাছে আগে। যদি টেস্টে আমাকে রাখে তাহলে আমি টেস্ট খেলবো। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করবো। বিসিবি চাইলে রাজি না হওয়ার তো কিছু নাই। সবার আগে আমার লক্ষ্য দেশের হয়ে খেলা। যদি টেস্ট দলে না থাকি আমি বিসিবিকে বলবো। যদি বিসিবি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশের হয়ে বা আইপিএলে খেলার বিষয়ে অন্য কোনো চাপ নেই।
গত বছর মোস্তাফিজ টেস্ট দলের চুক্তিতে ছিলেন না। তাই কোনো টেস্টে তাকে খেলানোও হয়নি। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে প্রথম টেস্টে তাকে মাঠে নামানো হয়। শ্রীলংকা সফরেও তাকে দলে রাখার সম্ভাবনা রয়েছে। সাকিবকে ছুটি দেওয়ার পরই বোর্ড জানিয়েছিল চাইলে যে কাউকে ছুটি দেওয়া হবে। গত সোমবার বিসিবি সভাপতি এটিও জানিয়ে দেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই ঠিক করা হবে সামনের চুক্তি। যে ক্রিকেটার যে সংস্করণে খেলতে চান, তাকে সেখানেই রাখা হবে। চুক্তিতে সই করলে তা পুরোপুরি মানতে হবে।