মোস্তাফিজসহ সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

আইপিএল নিলাম

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

আবুধাবির এতিহাদ অ্যারেনায় মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আইপিএল মিনিনিলাম। যেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে দল পেয়েছেন ৭৭ জন ক্রিকেটার। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন বিদেশি এবং সবমিলিয়ে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। দশটি দলই সর্বোচ্চ কোটা স্পর্শ করেছে, অর্থাৎ সবাই ২৫ জনের স্কোয়াড সাজিয়েছে। সবাই ২৫ জনের কোটা পূরণ করলেও দুটি দল বিদেশির সর্বোচ্চ কোটা ৮ স্পর্শ করেনি। গুজরাট টাইটান্স ও লক্ষ্‌েণৗ সুপার জায়ান্টস ৭জন করে বিদেশি দলে নিয়েছে। আর বাকি একজন দেশি বেশি নিয়ে ২৫ জনের কোটা পূরণ করেছে তারা। নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটার নিতে দলগুলো খরচ করেছে মোট ২১৫ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে কলকাতা। আর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ক্যামেরুন গ্রিন। তাকে দলে পেতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা। সেরা ছয়ে আছেন বাংলাদেশ থেকে দল পাওয়া একমাত্র ক্রিকেটার মোস্তাফিজ।

২০২৬ আইপিএল মিনি নিলামের ১০ দামি ক্রিকেটার

. ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)- ২৫ কোটি ২০ লাখ রুপি

. মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স)- ১৮ কোটি রুপি

. কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি

. প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি

. লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)- ১৩ কোটি রুপি

. মোস্তাফিজুর রহমান (কলকাতা নাইট রাইডার্স)- ৯ কোটি ২০ লাখ রুপি

. জশ ইংলিস (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)- ৮ কোটি ৬০ লাখ রুপি

. আকিব দার (দিল্লি ক্যাপিটালস)- ৮ কোটি ৪০ লাখ রুপি

. রবি বিষ্ণোই (রাজস্থান রয়্যালস)- ৭ কোটি ২০ লাখ রুপি

১০. জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স)- ৭ কোটি রুপি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধএক মাসের অন্তর্বর্তী জামিন পেলেন হিরো আলম