এবারের বিপিএলে মোস্তাফিজ যেমন বোলিং করে চলেছেন, তাকে নিয়ে আলোচনা স্বাভাবিক। কিন্তু সব ছাপিয়ে গেছে তার আইপিএল থেকে বাদ পড়াকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি। বিপিএল তথা দেশের ক্রিকেট এখন মোস্তাফিজময়।
টানা দুই দিন ম্যাচ খেলার পর গতকাল মঙ্গলবার অনুশীলন ছিল না রংপুর রাইডার্সের। সতীর্থদের সঙ্গে দিনটি বিশ্রামে কাটিয়েছেন মোস্তাফিজ। পরিবারকে নিয়ে ঘুরতেও বেরিয়েছিলেন এ দিন। বিকেলের দিকে স্ত্রী–সন্তানকে নিয়েই একটু ঢুঁ মেরে যান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বেশ ফুরফুরেই দেখা গেছে তাকে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে সেটার ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন, ‘নজর মাঠে, মন জয়ের দিকে।’ তবে ভারত–বাংলাদেশের ক্রিকেট উত্তাল এখন তাকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এ দিন অনুশীলন করতে আসা চার দলের সংবাদ সম্মেলনেই উঠেছে মোস্তাফিজের প্রসঙ্গ। মোস্তাফিজকে অবশ্য এসব স্পর্শ করছে সামান্যই। বরাবরই তিনি একটু নির্লিপ্ত ধরনের মানুষ। উচ্ছ্বাস কিংবা হতাশা, বা কোনো ধরনের প্রতিক্রিয়াই কখনও খুব একটা তীব্রভাবে দেখা যায় না তার মধ্যে। আইপিএল থেকে বাদ পড়ায় তার ক্রিকেটীয় ক্ষতির পাশাপাশি বিশাল অঙ্কের আর্থিক প্রাপ্তির হাতছানিও মিলিয়ে গেছে। তবে তার বিপিএল দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বলছেন, “মোস্তাফিজ বিন্দাস আছে।” বিপিএল দলের ব্যাটিং কোচ আশরাফুল বলছেন, “মোস্তাফিজ চিল মুডে আছে।” সিলেটে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাতীয় দলে তার সতীর্থ ও ঢাকা ক্যাপিটালস দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন শোনান মজার কথা। মোস্তাফিজের মন ভার হতে পারে মনে করে কিছুটা দুর্ভাবনা ছিল তাদের। কিন্তু তিনি দেখেছেন পুরো উল্টো চিত্র।
‘আমরা তো সবাই জানি মোস্তাফিজ আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে, জাতীয় দলে একসঙ্গে থাকতে পেরে আমরা সবাই গর্বিত। সবশেষ ম্যাচে যেহেতু আমরা (ঢাকা ক্যাপিটালস) রংপুরের সঙ্গে খেলেছি, খেলা শেষে যখন আমরা সঙ্গে ডাইনিংয়ে খাচ্ছিলাম, ওকে ডাকলাম আমার পাশে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই তেমন মনে হলো না। ওকে দেখে বরং মনে হলা রিল্যাক্সড আাছে। ও সবসময় যে রকম গান শোনে, রিল্যাক্সড থাকে, ওরকমই মনে হয়েছে। চিন্তা করলাম যে, ও এত রিল্যাক্সড আছে, আমরা এত চিন্তা করে লাভ কী! এরপর আমরাও রিল্যাক্সড আছি!’
সাবেক জাতীয় ক্রিকেটার ও সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ ইমরুল কায়েস অবশ্য ব্যাপারটির খুব গভীরে যেতে চাইলেন না। ‘এটা আসলে ভূ–রাজনীতির ব্যাপার। এটা আমার বিষয় নয়, আমার কথায় কোনো কিছুর সমাধান হবে না। আপনিও জানেন এসব কেন হচ্ছে, আমিও জানি কেন হচ্ছে। সাবেক ক্রিকেটাররা যারা টুইট করেছেন, তারাও জানেন কী হয়েছে। আমি বলে কোনো লাভ নেই, আপনি বলেও লাভ নেই। যেটা বলার, সেটাই হচ্ছে।’ সব মিলিয়ে সংবাদ সম্মেলন, মাঠ, হোটেল, দেশের ক্রিকেটের অলিগলি থেকে শুরু করে নানা প্রান্তে এখন মোস্তাফিজের উপস্থিতি। এটির দাপটে ম্লান বিপিএলের সব ধরনের ক্রিকেটীয় আলোচনা।












