মোস্তাফিজকে বাদ দেয়ায় কলকাতায় প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:০৫ পূর্বাহ্ণ

হিন্দুত্ববাদীদের চাপে পড়ে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ‘কলকাতা নাইট রাইডার্স’ (কেকেআর) থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি বাংলাদেশভারতের জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে কলকাতায় প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপির সংসদ সদস্যসহ কারও কারও মতে, বিসিসিআইয়ের নির্দেশনায় কেকেআর যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক। তবে অনেকের মতে, এই সিদ্ধান্ত নৈতিক নয়। খেলার মধ্যে কখনোই রাজনীতিকে যুক্ত করা উচিত হয়নি।

যেভাবে মোস্তাফিজুরকে বাদ দেওয়ার দাবি উঠেছিল, তা মোটেই মেনে নিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের সিনিয়র সংসদ সদস্য সৌগত রায়। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের এমপি সৌগত বলেন, ‘যেভাবে বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দিয়ে তার পরিবর্তে অন্য খেলোয়াড় নেওয়ার দাবি উঠেছিল, তা কোনোভাবেই আমি সমর্থন করি না। খেলার মধ্যে কখনোই রাজনীতিকে যুক্ত করা উচিত নয়। কেকেআর গোটা বিশ্ব থেকে খেলোয়াড় নিচ্ছে। সেখানে বাংলাদেশ থেকে খেলোয়াড় নিলে ক্ষতিটা কোথায়!’ তৃণমূলের এই সিনিয়র নেতা আরও জানান, ‘বাংলাদেশে যদি কোনো ঘটনা ঘটে থাকে, রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা উচিত। খেলার মধ্যে কেন ওই ঘটনাকে টেনে আনা হচ্ছে? এটা কোনোভাবেই এথিক্সের মধ্যে পড়ে না।’ বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন শিবসেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এমপি প্রিয়াংকা চতুর্বেদীও। তিনি বলেন, ‘বিসিসিআই অনুমতি দিয়েছে বলেই তো বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল। সে ক্ষেত্রে শাহরুখ খান বা তার টিম কেকেআর কোনো ভুল করেনি। আসলে এরা কেবল হিন্দুুমুসলমান করে, মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ না গেলে আয় কত কমবে বা লোকসান হবে বিসিসিআইয়ের
পরবর্তী নিবন্ধআবদুস সোবহান ও সন্দ্বীপের জয় আমির হোসেনের হ্যাট্রিক