ইনজুরির কারণে আগেই মাঠের বাইরে তাসকিন আহমেদ। চট্টগ্রাম টেস্টে আঙ্গুলের আঘাত পেয়ে ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে দুজনের কাউকেই পাওয়া যাবে না। অথচ তাসকিন-শরিফুল দুজনই
টেস্ট দলের নিয়মিত সদস্য। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুজনের কেউই না থাকায় স্বাভাবিকভাবেই শক্তি হারিয়েছে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট। এমতাবস্থায় বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে টেস্ট ক্রিকেটে ফেরানোর দাবি করেছেন অনেকেই। খোদ বিসিবি সভাপতিও বলেছেন প্রয়োজনে মোস্তাফিজকে টেস্টে ফেরানো হবে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য এ বিষয়ে সুনির্দিষ্ট কোন উত্তর দেননি। আবার মোস্তাফিজকে টেস্টে ফেরানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দেননি। দলের দরকার পড়লে অবশ্যই বাঁহাতি এই পেসারকে লাল বলের ক্রিকেটে ফেরানো হবে জানালেন নান্নু।
গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নান্নু বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে আমার আগামী সিরিজ নিয়ে কথা হয়েছে। নির্বাচক প্যানেল থেকে যেভাবে আলোচনা হয়, সেভাবে কথা হয়েছে। কোনো খেলোয়াড় যখন সেরা ফর্মে থাকে, তখন তাকে অবশ্যই দরকার হয়। যদি আমাদের ওকে দরকার হয় অবশ্যই নেওয়া হবে। গত বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন মোস্তাফিজ।