টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩ মে থেকে শুরু হবে এই সিরিজ। যে কারণে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে মোস্তাফিজুর রহমানকে। কেননা কেবল ১ মে পর্যন্তই তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বাঁহাতি এই পেসারকে জিম্বাবুয়ে সিরিজে নয়, বরং আইপিএলে পুরোটা সময় দেখতে চান সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন মোস্তাফিজ। ৫ ম্যাচে ১০ উইকেট আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন তিনি। প্রথম ম্যাচেই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। আকরাম খানের মতে, মোস্তাফিজ আইপিএলে থাকলে বাংলাদেশই লাভবান হবে। সাবেক এই অধিনায়ক আজ মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘সত্যি কথা বলতে, সে চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে, ব্যক্তিগতভাবে লাভবান হবে, তার সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। কারণ, জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে সেখানে খেললে অনেক কিছু শিখতে পারবে। ড্রেসিংরুমের ব্যাপার আছে, বড় খেলোয়াড়দের সঙ্গে খেলবে। সেখানকার মান ভালো, বিভিন্ন উইকেট, বিভিন্ন মানের খেলোয়াড়ের সঙ্গে খেলবে। আমার মনে হয়, ওর সুযোগ পাওয়া উচিত।’ আকরাম খান আরও বলেন, ‘আমার কাছে যেটা মনে হচ্ছে, মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কারণ, সে গত এক বছর ধরে ধুঁকছিল। আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকেই যাচ্ছে, একদম যে ভালো হচ্ছে, তা না।’ ‘যেহেতু সে লঙ্গার ভার্সনে খেলে না, আইপিএলে গিয়ে যদি এ রকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা বেশি লাভবান হব। এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। তারপরও এটা নির্ভর করছে কোচিং স্টাফ, নির্বাচকদের চিন্তা–ভাবনার ওপর। কিন্তু সে যে ভালো করছে, এটা বাংলাদেশের জন্য ভালো।’