মোস্তফা হাকিম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও তাহের গ্রুপের চেয়ারম্যান এম. এ তাহের বলেন, প্রতিযোগিতার মাধ্যমে জীবনের সাফলতা আসে। পড়ালেখা, খেলাধুলা ও শরীর চর্চায়ও প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে। জীবনকে সার্থক করতে হলে ভাল ফলাফল অর্জনের পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শিতা অর্জন করতে হবে। তিনি গতকাল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। স্কুলের প্রধান মৌসুমী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সমাজসেবক নেছার আহম্মদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, আবদুস ছাত্তার মজুমদার ও জাকির হোসেন আলোচনা করেন। পরে প্রধান অতিথি এম এ তাহের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধখুলনাকে উড়িয়ে শীর্ষেই থাকল রংপুর
পরবর্তী নিবন্ধনিজেদের মাঠে হার দিয়ে শুরু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের