মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগে গত ১৪ নভেম্বর নগরীর সিটি গেইট এলাকা সংলগ্ন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ, সাভ ফর স্মাইল ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন করা হয়।
চিকিৎসা ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এর মধ্যে যে সকল রোগীর চক্ষু ছানি অপারেশন প্রয়োজন তাদের নিয়ে দ্বিতীয় ধাপে আরেকটি ক্যাম্প অনুষ্ঠিত হবে। কাম্পে অংশ গ্রহণকারী রোগীদের উদ্দেশ্য মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা.মেসবাহউদ্দিন তুহিন বলেন, এই কর্মসূচির মাধ্যমে বহু মা–বাবা, বৃদ্ধ–প্রবীণ মানুষ তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পাবেন ও আলো দেখার আনন্দ, প্রিয়জনের মুখ দেখার সৌভাগ্য পাবেন। লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমার,সাভ ফর স্মাইলের ট্রেজারার সাইফুল ইসলাম, ব্লাড ব্যাংকের সহ–সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, অফিস সহকারী প্রধান আরফান হামিম সিয়াম, সহকারী আফসানা রহমান মিম, নিবার্হী সদস্য কাশফিয়া আক্তার আসফা,জিহাদ সরকার লিমন, মো. শাহাদাত হোসেন,হাসনা আক্তার,সুমাইরা আক্তার ইরা, মো. ফাহিম মুনতাসির, মো. উমর ফারুক রাসেলসহ ১১ জন সদস্য নিয়ে ক্যাম্পটি সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











