জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ছাত্র–ছাত্রীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ ও নাক কান ছেদন ক্যাম্পিং গত ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আয়োজনে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় উত্তর কাট্টলী হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্যয় ও নাক কান ছেদন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১৪০ জন ছাত্র–ছাত্রীর ব্লাডগ্রুপ নির্ণয় ও ৭৫ জন ছাত্রীর নাক কান ছেদন করা হয়। ক্যাম্পে সর্বমোট ২১৫ জন ছাত্রছাত্রীদের সেবা দিতে সক্ষম হয় সংগঠনটি। ক্যাম্পিংটি সকাল ১১টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত চলমান থাকে। ক্যাম্প থেকে সেবা পেয়ে সাধারণ ছাত্র ছাত্রী ও তাদের অবিভাবকদের মাঝে সন্তুষ্টি দেখা দেয় এবং অবিভাবক ও স্কুলের প্রধান শিক্ষক এই রকম সুন্দর ও সেবামূলক ক্যাম্পিং আয়োজন করে তাদের সেবা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, আইসিটি মিডিয়া প্রধান ইমতিয়াজ হোসেন রাফি, তাবাসসুম ইসমাত তারিন, রাজিয়া বিনতে তৃষা, ফারহানা আক্তার নওরিন, ইসরাত জাহান নাইমা, জান্নাতুল মাওয়া, আসমাউল হুসনা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












